নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে প্রতি বছর ৩০ শিক্ষার্থীকে পরমাণু প্রযুক্তি বিষয়ে বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ দেবে হাঙ্গেরি ।বাংলাদেশের কূটনীতিকরাও এ ট্রেনিং এর সুযোগ পাবেন।
দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী একদিনের ঢাকা সফরে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে দুটি চুক্তি সই হয়।
প্রথমবারের মতো ঢাকায় এলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।
তাও আবার করোনার সময়ে।
সফরের গুরুত্ববোঝাতে পিটার্ সিজার তো বলেন বাংলাদেশের উন্নত বিশ্বে আলোচিত বাণিজ্যিক সম্পর্ক এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী হাঙ্গেরি
বাংলাদেশের ঢাকায় কনস্যুলেট সেবা চালুর ঘোষণা দেন তিনি।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চুক্তি এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন জানান 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি সফরের সফরের পর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
প্রবাস-আলো/ই এইচ