দক্ষিণ কোরিয়ায় বসবে যুব অলিম্পিক গেমসের আসর।

 

যুব অলিম্পিক গেমসের পর্দা উঠবে দক্ষিণ কোরিয়ায়।
১৯জানুয়ারী দক্ষিণ কোরিয়ার খাউনদো প্রদেশে পর্দা উঠতে চলেছে চতুর্থ যুব অলিম্পিক গেমসের।
পৃথিবীর প্রায় ৭৯দেশের ১৮০৩ জন তরুন এথেলিটস এই গেমসে অংশগ্রহণ করবে।

গ্রো টুগেদার, সিন ফরএভার, স্লোগানে এশিয়াতে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব অলিম্পিক গেমস। গত আসর ৭৬টি দেশের ১৭৮৮ জন এথেলিট্স নিয়ে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়। স্বাগতিক দেশ দক্ষিণ কোরিয়ার ১০২জন খেলোয়াড় অংশ নেবে এই গেমসে।
কার্লিং,আইস,হকি, আইস স্কেটিং,স্কিল,বায়থলন, ববস্লেগ এবং লুজ ইত্যাদি খেলাগুলো অনুষ্ঠিত হবে ।ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।
যুব অলিম্পিক গেমসে সকলের নিরাপত্তার জন্য প্রায় ১৭০০ জন নিরাপত্তা কর্মী, জরুরী চিকিৎসার জন্য ২৫০ জন স্বাস্থ্য কর্মী ,এম্বুলেন্স হেলিকপ্টার সহ স্থানীয় হসপিটাল গুলো প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমসের আসর এই খাউনদো প্রদেশেই সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল।