দক্ষিন কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গা উৎসব ২০২২ পালিত

দক্ষিণ কোরিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শারদীয় দুর্গা উৎসব। শনিবার থেকে বুধবার (১ লা অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ) দেশটির কিম্পু সিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বজনীন দূর্গা মন্দিরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ, কোরিয়া, ভারত, ও নেপাল সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের ভক্তবৃন্দ। দক্ষিন কোরিয়ায় সকল সনাতনী (হিন্দু) আবহমান বাংলার প্রধান ধর্মিয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রকৃত সংস্কৃতি বিদেশের মাটিতে পেয়ে বিশাল মিলনমেলায় পরিণত করে তোলে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের পরিচালক শ্রী দোলন দাস ও উজ্জ্বল দাস l বাংলাভিশন সংবাদকে বলেন, অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। তাই ভক্তরাও অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উপভোগ করছেন। উজ্জ্বল দাস আরো বলেন বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতিতে পূজার আয়োজন পেয়ে নেচে গেয়ে ধুনচি নৃত্য ও ধর্মিয় গান ঢাক এবং কাশরের শব্দে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে যায়। সর্বজনিন দূর্গা মন্দির যেন এমন আয়োজন প্রতি বছর করে সেই অনুরোধ করেছেন অনেকেই। সেই প্রচেষ্টা আমরা করব সকলের সহযোগিতা পেলে। দুর্গাপূজার পৌরহিত্য করেন শ্রী শিশির চক্রবর্তী মহাশয়। অনুষ্ঠানের শেষে মহাপ্রসাদের আয়োজন করা হয়। আগত অতিথিরা আনন্দের সঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজন করে সর্বজনিন দূর্গা মন্দির দক্ষিন কোরিয়া। যাদের অক্লান্ত পরিশ্রমে পূজা সমন্ন হয়েছে তারা হলেনঃ পুষ্পক কুমার ধর, নয়ন দে, প্রনয় দাস,পিকে রয়, পলাশ বাড়ৈ, অনুপ সরকার, বিষ্ণূ বিশ্বাস, মৃদুল সোম,রুপম মন্ডল, শান্ত বরমন,কৃষ্ণ দত্ত, পার্থ ভূইঁয়া, দিপংকর সহ আরো অনেকেই।