ধর্মীয় উৎসব রথযাত্রায় হাজারো মানুষের ঢল দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। গত ২৫ শে জুন রোজ রবিবার দেশটির পুচ্ছন সিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসকন কোরিয়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন কোরিয়া, বাংলাদেশ, ভারত, নেপাল ,রাশিয়া, ইউক্রেন,পাকিস্তান,মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশের সনাতনী ভক্তবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসকন কুরিয়ার প্রেসিডেন্ট পতাঞ্জলী মুনি প্রভু, এবং প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বামীবাগ ইসকন মন্দিরের প্রধান পূজারী শ্যামানন্দ গৌরদাস ব্রহ্মচারী । উক্ত রথযাত্রায় কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুরাগীরা অংশগ্রহণ করেন। এরমধ্যে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির খিম্পু ও বোসান খিম মন্দির থেকে আগত ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করে উক্ত রথযাত্রায়। তার মধ্যে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা ছিল অধিক। অনুষ্ঠানে বিশ্ব শান্তি এবং মানবকল্যাণের উদ্দেশ্যে মহাযজ্ঞের আয়োজন করা হয়। এদিন মহা হরিনাম সংকীর্তন, বৈদিক যজ্ঞ, আলোচনা সভা ,মহাপ্রসাদ গ্রহণসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভগবান জগন্নাথ দেবের শোভাযাত্রা। প্রসঙ্গত সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস অনুসারে ভক্তরা সাধারণত ভগবান এর শ্রী বিগ্রহ দর্শন করার জন্য মন্দিরে যান কিন্তু রথ যাত্রার এই বিশেষ দিনে ভগবান জগন্নাথ দেব তার ভক্ত অনুরাগীদের দর্শন তথা বিশ্ব শান্তি ও মানবকল্যাণের উদ্দেশ্যে রথে উপবিষ্ট হয়ে রাজপথে আসেন।