রাস্তা পারাপারে সময় বাড়ালো দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার বেশ কিছু এলাকার জেব্রাক্রোসিং পারাপারের সময়কাল বৃদ্ধি করা হয়েছে। শিশু ও বৃদ্ধদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরক বিভাগ।
এক সমীক্ষায় দেখা যায় গত বছর জেব্রা ক্রোসিং দিয়ে পারাপারের সময় সারা দেশে ৫৫৮ জনের মৃত্যু হয় ,তাদের মধ্যে ৩৪৫ জনই বৃদ্ধ। জেব্রা ক্রোসিং দিয়ে ধীরগতিতে হাটার কারনে এসব দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে দেশটির সরক বিভাগ।

যেসব স্থানে বৃদ্ধ ও শিশুরা জেব্রা ক্রসিং বেশি ব্যবহার করে সে সকল স্থানের সময়ের’ সেকেন্ড গুলোকে ‘একটু ধীর গতিতে পরিচালিত করা হবে।