ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে রাজু ভাস্কর্যের সামনে ছয় শিক্ষার্থীর অবস্থান

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান ধর্ষণ বিরোধী বিক্ষোভের মধ্যেই ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং দ্রুততম সময়ের মধ্যে সেটি কার্যকর করার দাবিতে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- কবি জসীমউদ্দিন হল ছাত্র সংসদের সদ্য সাবেক জিএস ইমাম হাসান, সঙ্গীত বিভাগের শিক্ষার্থী শাকিবুল ইসলাম সুজন ও সোয়েব আহাম্মেদ সাজিব, পালি ও বুদ্ধিস্ট স্ট্যাডিজ বিভাগের লিমন সিকদার, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের মেহেদী হাসান এবং উইমেন এন্ড জেন্ডার স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ প্রমুখ।

দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

তারা বলেন, ধর্ষকের একমাত্র শাস্তি হোক মৃত্যুদণ্ড এবং সেটি দ্রুততম সময়ে কার্যকর করতে হবে। ক্ষমতাশালী কেউ যেন ক্ষমতার জোরে এই ধরনের ঘৃণ্য, বর্বরোচিত অপরাধ করে পার পেয়ে না যায় এজন্য সরকারকে কঠোর হতে হবে।

সোমবার বিকেল থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।

প্রবাস আলো/এএম