চাচার হাতে ধর্ষণের শিকার লালমনিরহাটের কিশোরী

নিজস্ব প্রতিবেদক: বাসা ফাঁকা পেয়ে প্রতিবেশী চাচা ধর্ষণ করলেন এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে(১৩।ধর্ষক চাচা শামসুল ইসলামের (৪৫) নামে থানায় মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে। ধর্ষক শামসুল ইসলাম ওই গ্রামের মৃত জফুর উদ্দিনের ছেলে।

গত শনিবার সন্ধ্যায় ( ৩ অক্টোবর ) এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাবা-মা বাড়ি ফাঁকা রেখে জরুরি কাজে বাইরে যান। বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশি চাচা ও ধর্ষক শামসুল ইসলাম কৌশলে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশি দু’জন নারী আপত্তিকর অবস্থায় দেখে ফেললে ধর্ষক শামসুল ইসলাম দরজা ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

এদিকে পরিবারের অভিযোগ, মামলার দুই দিন হয়ে গেলেও আসামিকে গ্রেফতার করতে কাল বিলম্ব করছে পুলিশ। ধর্ষকের পরিবার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে ওই কিশোরীর মা দাবি করেছেন।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন আসামিকে গ্রেফতার করার চেষ্টা চলছে। তবে আসামি পলাতক থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রবাস আলো/এএম