প্রবাস আলো ডেস্ক: বাংলাদেশে কোরিয়ান সংস্থাগুলোকে সাহায্য করার লক্ষ্যে উরি ব্যাংকের ডেস্ক স্থাপনের মাধ্যমে বিশেষ কিছু সেবা চালু করতে যাচ্ছে ঢাকাস্থ উরি ব্যাংক।
উরি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন । প্রতিবছরে বাংলাদেশের জনসংখ্যা ছয় শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে বলে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বড় দেশ। এজন্য বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার।
∆উরি ব্যাংক যেসব সেবা দিবে বাংলাদেশে¶ কোরিয়ান ব্যবসায়ীদের ভ্রমণের জন্য সুবিধাজনক আবাসন সংরক্ষণ
- ¶বিমানবন্দর থেকে ব্যবসায়ীদের গ্রহণ করে নিয়ে আসা
- ¶অফিস প্রতিষ্ঠার জন্য আইনি সহায়তা ও প্রাথমিক পরামর্শ কেন্দ্র স্থাপন
- ¶কাকাওটক আইডি (wooribank_dhaka) মাধ্যমে পরামর্শ প্রদান
- ¶রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেবা দেয়ার সময় (শুক্র ও শনিবার বন্ধ থাকবে)