শতবর্ষের ভয়াবহ বন্যার শিকার রংপুর নগরবাসী

প্রবাস আলো ডেস্ক:শতবর্ষের ভয়াবহ বন্যার সম্মুখীন রংপুরবাসী।কয়েকদিনের ভারী বর্ষণে শহরের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, জনজীবন হয়ে উঠেছে সংকীর্ণ। শহরের কিছু উল্লেখযোগ্য স্থানে দেখা দিয়েছে ভয়াভয় বন্যা পরিস্থিতির ।এর মধ্যে রয়েছে টাউন হল কেরানিপাড়া, জুম্মাপাড়া, মুলাটোল, গুপ্তপাড়া, মিস্ত্রীপাড়া,আর কে রোড।বলা চলে পুরো শহর জুড়েই তৈরি হয়েছে জলাবদ্ধতা।গত কয়েক দিন শহরের সমাজকল্যাণ বিল্ডিং সহ কয়েকটি স্কুল-কলেজে লোকজন আশ্রয় নিয়েছে।বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছায় এগিয়ে আসলেও এখন পর্যন্ত স্থানীয় প্রতিনিধিদের সেরকম তৎপরতা দেখা যায়নি।

শহরবাসীকে এই বন্যা পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য নামানো হয়েছে স্পিডবোট যা ইতিহাসে প্রথমবার ঘটেছে।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত ২৬ এ সেপ্টেম্বর রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত ৪৩৩ মি.মি.। এর আগে সর্বোচ্চ ২৩০ মি.মি. ছিল।

 

গত দুদিনের আবহাওয়ার পরিবর্তন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে মানুষকে। পানি নামতে শুরু করেছে এরই মধ্যে।বলা হচ্ছে এই জলাবদ্ধতা তৈরি হওয়ার পেছনে রয়েছে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার যথেষ্ট ঘাটতি। শহরে পানি নিষ্কাশন ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শ্যামাসুন্দরী খাল,যা শহরের মধ্য দিয়ে বয়ে গিয়েছে । এই খাল খনন নিয়ে বরাবরই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে প্রশাসনকে কিন্তু এরপরেও সঠিকভাবে খনন না করার ফলেই তৈরি হয়েছে এরূপ জলাবদ্ধতার। আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখবে প্রশাসন।

প্রবাস আলো নিজস্ব প্রতিবেদক/এম এম