আটক প্রবাসী শ্রমিকের মুক্তির বিষয়ে রুল

নিজস্ব প্রতিবেদকঃ  দেশে ফেরা ৮৩ জন হতভাগা শ্রমিককে জেলে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ভিয়েতনামফেরত ৮১ জন ও কাতারফেরত ২ জন। অসহায় এই মানুষগুলোর বিরুদ্ধে অদ্ভুত সব অভিযোগ এনেছে পুলিশ। বলা হয়েছে, তাঁরা নাকি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এর আগে কুয়েত, কাতার ও বাহরাইন থেকে আসা ২১৯ জনকে জেলে নেওয়ার সময় যেসব অভিযোগ আনা হয়েছিল, এবারের অভিযোগও প্রায় একই রকম।
এই ৮৩ জনকে মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

এই ৮৩ প্রবাসী শ্রমিককে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন ১৩ সেপ্টেম্বর একটি রিট করেন।

প্রবাস আল/ইএইচ