প্রবাসি বাংলাদেশিদের ওমান যেতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: প্রবাসি বাংলাদেশিরা ওমান যেতে পারবেন। করোনাভাইরাসের কারণে আটকেপড়া বাংলাদেশি প্রবাসীদের ওমান যাওয়ার বাধা কেটেছে। আগামী ১ অক্টোবর থেকে প্রবাসি বাংলাদেশি যারা ওমান যেতে চায় তারা যেতে পারবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে একটা সুখবর পেয়েছি। ওমান প্রবাসীদের মধ্যে যারা দেশে এসে আটকা পড়েছেন, তারা এখন নিশ্চিন্তে ওমান যেতে পারবেন। ওমান সরকার নোট ভারবাল দিয়ে জানিয়েছে, যত বাংলাদেশি দেশে গিয়ে আটকা পড়েছে, তারা যদি এখন আবার ওমানে ফিরতে চান তবে আগামী ১ অক্টোবর থেকে ওমান যেতে পারবেন।

এজন্য কোনো শর্ত বা দূতাবাসের নো অবজেকশন সার্টিফিকেটও প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, তবে ওমান যেতে প্রবাসীদের বৈধ ভিসা, পাসপোর্ট ও কোভিড-১৯ পিসিআর টেস্ট সনদ লাগবে। এছাড়া ওমানে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভিড-১৯ এর কারণে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অনেক দেশ থেকেই প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছেন। প্রবাসীরা যাতে আবার সে সব দেশে ফিরতে পারেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সৌদি আরব থেকে ভালো খবর পাওয়া গেছে। বাকি দেশগুলো থেকেও ইতিবাচক খবর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি প্রবাসি বাংলাদেশিদের ধৈর্য্য ধরার আহ্বান জানান ।

 প্রবাসআলো/ এ,এস,এম