আন্তর্জাতিক ডেস্ক:
করোনা ভাইরাসে বিশ্বকে কতটা ভুগতে হচ্ছে সেটা আমাদের সকলেরই জানা।এর ফলে ফুসফুস ও শ্বাসনালীতে নানা সমস্যার উদ্ভব হচ্ছে।তবে এবার নতুন তথ্য নিয়ে হাজির হলো যুক্তরাষ্ট্রের শিকাগো হসপিটাল নেটওয়ার্কের একদল গবেষক।
তারা দাবি করেছেন ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের ৮০ শতাংশ রোগীর মস্তিষ্কে নানান জটিলতা দেখা যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ গণমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন মেডিসিন হেলথকেয়ারে চিকিৎসাধীন ১৭ থেকে ৫৮ বছর পর্যন্ত ৫০৯ জন করোনা রোগীর ওপর গবেষণাটি করা হয়েছে।তাতে দেখা যাচ্ছে ৪১৯ জনেরই মস্তিষ্কে বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। এসব রোগীদের মধ্যে মায়ালগিয়াস, মাথা ব্যথা, এনসেফেলোপ্যাথি, মাথা ঘুরানো, স্বাদ ও ঘ্রাণশক্তি হারিয়ে যাওয়া ছাড়াও বেশ কিছু রোগী স্ট্রোক করেছে বলে গবেষণায় উঠে এসেছে।
শিকাগো হসপিটাল নেটওয়ার্কের গবেষকরা বলছেন, করোনায় মস্তিষ্কে সমস্যার উদ্ভব দেখা গেছে এমন রোগীদের দীর্ঘসময় হাসপাতালে অবস্থান করতে হয়েছে। তবে আশার কথা হচ্ছে মৃত্যুহারের তেমন ফারাক পাওয়া যায়নি। বিশেষ করে অল্প বয়সী রোগীদের মধ্যে মস্তিষ্কজনিত সমস্যা বেশি লক্ষ্য করা গেছে। করোনাভাইরাসের এই মহামারি শুরুর প্রথম থেকে জানা গেছে, বয়স্করা বেশি ঝুঁকিতে আছে।
কিন্তু আমাদের গবেষণায় দেখা গেল, অল্প বয়সীরাও এখন নানা জটিলতায় ভুগতে শুরু করেছে।
তারা বলছেন, তবে আমাদের গবেষণায় কিছু সীমাবদ্ধতা আছে। কারণ ৫০৯ জন রোগীর মধ্যে মাত্র ৬ শতাংশ রোগীকে মস্তিষ্ক বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয়েছে। করোনাভাইরাসের এই মহামারি গত ৯ মাস ধরে চলমান। এর প্রভাবে দেহে কী কী ক্ষতি হয় তা এখনো বিভিন্ন গবেষণার মাধ্যমে উদঘাটিত হচ্ছে।
প্রবাস আলো/এএম