ভিপি নূরের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবেদন ২৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সবোর্চ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত।

আজ বুধবার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছিল।

গত ২১ সেপ্টেম্বর করা ধর্ষণ মামলার এজাহার গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাবির এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি। এর মধ্যে মূল অভিযুক্ত হাসান আল মামুন, আর নূরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলা দায়ের করেন ঐ শিক্ষার্থী।

এর আগে সংবাদ মাধ্যমকে  নির্যাতিত ঐ শিক্ষার্থী বলেন যে ভিপি নূর তাকে মামলা না করতেও হুমকি দিয়েছিল।

প্রবাস আলো/এএম