প্রবাস আলো ডেস্ক: মাতৃভূমি ছেড়ে প্রবাসে শত প্রতিকূলতা সত্ত্বেও কৃষিক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছেন বাংলার সূর্য সন্তানেরা । স্থানীয়দের সবজির চাহিদা মেটাতে ২৫ হাজারের বেশি বাংলাদেশি কাজ করছেন দেশটির দুটি প্রধান অঞ্চলে ৷ সৌদি ও ইরাক বর্ডার ঘেঁষে অফরা , আবদালি ও জাহারা অঞ্চলজুড়ে বিশাল বিস্তৃত মরু অঞ্চল । সবুজ শাকসবজি ও ফলমূলের ব্যাপক চাহিদা থাকায় বাইরের দেশ থেকে আমদানি করতে হয় তাদের । প্রত্যেক বাজেটে কৃষি খাতে উৎপাদন ও উন্নয়নের জন্য অগ্রাধিকার দেয়া হয় । বাংলাদেশিদের হাতের ছােয়ায় কুয়েতের মরু অঞ্চল আজ সবুজের সমারােহ । মধ্যপ্রাচ্যের তেল সম্পদে সমৃদ্ধশালী দেশ কুয়েত । দেশটিতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন । তাদের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ হাজার প্রবাসী কৃষিকাজ ( মাজারা ) করে জীবনযাপন করছে । সবজির চাহিদা মেটাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দের । উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ কুয়েতে কৃষি অঞ্চল বলে খ্যাত দুটি এলাকা । দেশটির এক প্রান্তে ওয়াফরা ও অন্য প্রান্তে আব্দালী এলাকা । আর এ দুটি এলাকা মিলে বাংলাদেশি শ্রমিকের সিংহভাগই সবজির চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । কুয়েতের উত্তর সীমান্তের নিকটবর্তী বাসরা ( ইরাক ) এর ৮০ নম্বর রােডের পূর্বদিকে অবস্থিত কৃষি খামারের একটি বৃহৎ অঞ্চলের নাম আব্দালি ।
অন্যদিকে , কুয়েতের সাবেক নিউট্রাল জোনের সীমানার মধ্যে দক্ষিণ অঞ্চলের নাম ওয়াফরা । দেশটির আহমদী গভর্নরেটের অংশ এটি । কৃষি উপযােগী উর্বর মাটির পাশাপাশি গবাদি পশু – পাখির খামারের জন্য অত্যন্ত সুপরিচিত এই অঞ্চলটি । কুয়েত – সৌদি আরব সীমান্তের সমান্তরালে অবস্থিত এই এলাকাটি দেশটির রাজধানী শহর থেকে এর দূরত্ব ১৫০ কিলােমিটার । ওই এলাকায় কৃষকেরা মনের আনন্দে চাষাবাদ করছেন মাসকলাই , ফুলকপি , বাঁধাকপি , টমেটো , ক্যাপ্তিকাম , বেগুন , লেট্যাসসহ বিভিন্ন সবজি ও আবাদি ফসল । অবশ্য প্রবাসীরা অনেক কষ্ট করে সবজি উৎপাদন কাজের জন্য তাদের ন্যায্য পারিশ্রমিকও পাচ্ছেন বলে জানান তারা । প্রচণ্ড গরমের দেশ কুয়েত , ৫০ থেকে ৬০ ডিগ্রি তাপমাত্রার দেশটিতে শীতকালীন সবজি চাষ করে চলেছেন বাংলাদেশিরা । শীত মৌসুমে সবজি সহজেই চাষ সম্ভব হলেও গরমের সময় বিশেষ পদ্ধতিতে সবজি চাষ করতে হয় । এলাকাটিতে কৃষিকাজে নিয়ােজিত বাংলাদেশি শ্রমিকরা জানান , বর্তমানে লােকবল কম থাকার কারণে সবজি চাষ ও বাজারজাতের ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে । কুয়েতের দুই কৃষি অঞ্চলে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের হাতের ছােয়ায় দেশটির কৃষি খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে ।