নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে . আব্দুল মোমেন বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী কাংকিয়ংওয়াকে আজ মঙ্গলবার বিকেলে ফোন করেন বলে জানা গেছে।করোনার মহামারীর শুরুতে দক্ষিণ কোরিয়া থেকে যে সকল শ্রমিক ও ছাত্র ছাত্রীরা বাংলাদেশে ফিরে এসেছিলেন তাদেরকে পুনরায় কোরিয়ায় ফিরে যেতে সহযোগিতা কামনা করেন তিনি। কথোপকথনের সময় তারা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, করোনা পরিস্থিতি, বাংলাদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের কল্যাণসহ দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে আলোচনা করেন।
আটকা পড়া ইপিএস কর্মী ও শিক্ষার্থীদের দুর্দশা বিবরণ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাদেরকে ফিরিয়ে নিতে দক্ষিণ কোরিয়ার সরকারের প্রতি সহযোগিতা আশা করেন। এ সময় বাংলাদেশে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠিত করতেও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কে অনুরোধ করেন এবং তিনি বলেন এতে করে দক্ষ বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করতে পারবে। দক্ষিণ কোরিয়া পরাষ্ট্রমন্ত্রী কাংকিয়ংওয়া এ প্রস্তাবকে সমর্থন দিয়ে স্বাগত জানান এবং ভিসার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দক্ষিণ কোরিয়ার করোনাভাইরাস মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ এর ভূয়সি প্রশংসা করেন এবং এই মহামারী মোকাবেলায় আরো বেশি সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বাংলাদেশে নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যে উদ্যোগ গ্রহণ করেছেন তারও প্রশংসা করেন।
প্রবাস আলো/এএম