প্রবাস আলো ডেস্ক: চীনে ফিরে যাওয়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটির ঢাকা দূতাবাসে চিঠি দিয়েছে। তবে চীন এখনো কোনো দেশের বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয়নি বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
চীনা দূতাবাস জানায়, ‘চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে সম্প্রতি আমরা বেশ কয়েকটি চিঠি পেয়েছি। চিঠিতে তারা যত দ্রুত সম্ভব চীনে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যাওয়ার আকুলতা প্রকাশ করেছেন। দূতাবাস এ নিবেদনটি পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারে এবং আমরা আপনাদের এ উদ্বেগের বিষয়ে যত্নশীল। ’
‘বর্তমানে চীন ও সামগ্রিক বিশ্বে কোভিড-১৯ মহামারির কারণে চীনের বিশ্ববিদ্যালয়গুলো কোনো দেশ থেকে আগত বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়নি। দূতাবাস আমাদের প্রিয় শিক্ষার্থীদের যথাযথ নীতিগুলোর বিষয়ে হালনাগাদ রাখবে। ’
প্রবাসআলো/ এম এইচ