প্রবাস আলো ডেস্ক : সাতক্ষীরা থেকে রজব আলী গত ডিসেম্বরে ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন। করোনার কারণে আটকে যাওয়ার ভয়ে তিনি ২৩শে মার্চ অতিরিক্ত টাকায় মে মাসে টিকিটের জন্য অর্থ প্রদান করেছিলেন। তবে তার আগে বিমানটি থামানো হয়েছিল। ছুটি শেষ। উপায় না দেখে তিনি কাফিলের (নিয়োগকর্তার) সাথে যোগাযোগ করলেন। কাফিল মেয়াদ বাড়িয়ে দিতে রাজি হননি।
গাজীপুরের জসীমউদ্দীন ব্যবসায়ী পাঁচ মাসের ছুটিতে গত জানুয়ারিতে দেশে এসেছিলেন। রিটার্নের টিকিট না পেয়ে তিনি কাফিলের শরণাপন্ন হন। কাফিল তার মেয়াদ ২৩ শে নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। তবে আমি অনেক দেরী হওয়ার আগে যেতে চাই। তিনি জানান, শীত বাড়লে আবারও ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে। তাই নতুন ঝুঁকি নেওয়া যাবে না।
প্রবাস আলো/ এ,এস,এম