দেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের কাতারে সম্মাননা দিল বাংলাদেশ দূতাবাস

প্রবাস আলো ডেস্ক: ‘মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান’-এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সাতজন কাতার প্রবাসী সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে সম্মাননা দিয়েছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস।

নবনিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর নাজমুল হাসান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান, দূতালয় প্রধান মাহবুব রহমান ও তৃতীয় সচিব মনিরুজ্জামান চৌধুরী।

দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে অভিবাসী কর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সে অবদানকে মূল্যায়ন করাই এ দিবসের উদ্দেশ্য বলে জানান রাষ্ট্রদূত জসিম উদ্দিন।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবাসআলো/এম এইচ