নিজস্ব প্রতিবেদক: পাবনার বেড়ায় মিলাদ দিয়ে যমুনা নদীর অবৈধ বালু উত্তোলন উদ্বোধন করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন এবং চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার বিকেলে বেড়া উপজেলার রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম বকুল যমুনা নদীর পাড়ে ড্রেজার মেশিনের উপর এই মিলাদ মাহফিলের আয়োজন করে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, বেড়া উপজেলা রূপপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও খানপুরা গ্রামের বাসিন্দা রেজাউল করিম বকুল সম্প্রতি প্রায় অর্ধকোটি টাকা দিয়ে ‘বলগেট’ ড্রেজার মেশিন ক্রয় করেন। শনিবার বিকেলে মিলাদের মাধ্যমে এই বলগেট মেশিন দিয়ে বালু উত্তোলন শুরু করা হয়।
এ ব্যাপারে রুপপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম উজ্জ্বল বলেন, রেজাউল করিম বকুলের বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগে কোন পদ পদবী নেই। তবে সে নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেন। সে আওয়ামী লীগের নাম ব্যবহার করে এ সকল অবৈধভাবে ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে। যার ফলে অনেক সময় আমারও বিব্রত হই।
প্রবাসআলো/এম এইচ