করোনা সংক্রমণ ঠেকাতে ফ্রান্সে ফের কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বাধ্য হয়ে ফ্রান্স সরকার পুনরায় কারফিউ জারি করেছে দেশটিতে।সন্ধ্যা ৬টা থেকে সকাল পর্যন্ত জারি করা এই কারফিউ চলবে আগামী ১৫ দিন পর্যন্ত।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এ ঘোষণা দেন। গত বছরের ডিসেম্বর থেকেই ফ্রান্সের বিভিন্ন স্থানে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল।

 

 

এবারের নতুন ঘোষণা অনুযায়ী আগের সময় থেকে ২ ঘণ্টা আগে দেশজুড়ে কারফিউ জারি থাকবে।

এ প্রসঙ্গে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেন, উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বাড়ছেই। বাইরের দেশ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

 

ফ্রান্সে কারফিউ জারির ঘোষণায় বলা হয়েছে, সারাদেশে অন্তত ১৫ দিন এই ঘোষণা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সবাইকে ঘরে থাকতে হবে। বিকাল ৫টার মধ্যে কাজ করে ঘরে ফিরতে হবে।

 

তবে কারফিউ থাকাকালীন নিত্যপ্রয়োজনীয় ও জরুরি ছাড়া সব ধরনের দোকানপাট-শপিংমল বন্ধ থাকবে।

 

পাশাপাশি সোমবার থেকে বয়স বিবেচনা না করে, যারা করোনার উচ্চ ঝুঁকিতে আছেন, তাদের টিকাদান শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় ৬৪ লাখ মানুষ এই টিকা পাবে বলে আশা করা যাচ্ছে।

প্রবাস আলো/এএম