অনলাইন ডেস্ক:
প্রবাস মেইল সংযুক্ত আরব আমিরাত বিশ্বের সকল দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে । দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মােহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন ।
তারা জানিয়েছেন, এক বৈঠকে বিষয়টি অনুমােদিত হয়েছে । এই নতুন ভিসা প্রদান পদ্ধতি সম্প্রতি ঘােষিত ধারাবাহিক পুনর্গঠনের অংশ যা আরব আমিরাতের অর্থনীতি আরও একধাপ এগিয়ে যাবে । ফলে বিনিয়ােগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ এবং আমিরাতে বসবাসকারী পরিবারগুলাের জন্য স্বস্তি বয়ে আনবে । মাল্টিপল ট্যুরিস্ট ভিসা কার্যকর হলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী পরিবারের সদস্যদের যারা তাদের প্রিয়জনদের কাছে বারবার আসতে চান তাদেরকে উৎসাহিত করবে । এতে ট্যুরিস্ট ভিসার ব্যয়ও কমে আসবে । এছাড়া বিজনেস ট্রাভেলরদের ব্যবসায়িক কাজে স্বল্প নােটিশে ইউএইতে আসতে চান তারা যখন – তখন পাসপাের্ট হাতে নিয়ে সহজে টিকিট কেটে দেশটিতে চলে আসতে পারবেন । সম্প্রতি আরব আমিরাত ভিসা আইনে একের পর এক সংস্কার আনছে । সিটিজেনশিপ ভিসা , রিমাের্ট ওয়ার্ক ভিসা, দশ বছর মেয়াদি গােল্ডেন ভিসা এসব যুগান্তকারী পরিবর্তনের অংশ বলে মনে করছেন আমিরাতে বসবাসরত প্রবাসীরা ।
প্রবাস আলো / এ,এস,এম